এই পোষ্ট শুধুমাত্র ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য এবং যাদের BDIX সার্পোট রয়েছে তাদের জন্য। বর্তমানের দেশের অধিকাংশ ISP তেই BDIX সার্ভিস এড দেওয়া রয়েছে . PANDA VPN ব্যবহার করে আপনার পিসিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংয়োগের BDIX সার্ভারের স্পিড সবখানে নিয়ে আসতে পারেন।
BDIX কী?
যারা ব্রডব্যান্ড ইউজার রয়েছেন তাদের কাছে BDIX কথাটি বেশ পরিচিত এবং আমাদের সবাই (ব্রডব্যান্ড ইউজার) কম বেশি BDIX এর সার্ভারগুলো ব্যবহার করে থাকি। আর সার্ভার থেকে কোনো কিছু নামালে লক্ষ্য করে দেখবেন যে বুলেটের গতিতে ডাউনলোড হয়ে থাকে। আবার দেখবেন যে ইউটিউবে / নেটফ্লিক্সে ভিডিও দেখার সময়ও দেখবেন যে স্পিড অটো বেড়ে যায়! কিন্তু কেন?
এছাড়াও অনেক ISP গুগলের ক্যাশ সার্ভার ব্যবহার করে বিধায় গুগল ড্রাইভ থেকেও আপনি বেশি স্পিড পেয়ে থাকেন। মূলত বর্তমানে যে সকল ISP বেশি বেশি এবং দ্রুতগতির BDIX server দিতে পারছে তারাই কেবল ভালো ব্রডব্যান্ডের ব্যবসা করতে পারছে! আপনি যত স্পিডেরই লাইন ব্যবহার করেন না কেন এই সকল BDIX সার্ভার থেকে ডাউনলোড স্পিড খুব ভালো পাবেন। মনে হবে যে আপনি কম্পিউটার থেকে আপনার পেনড্রাইভে কোনো কিছুকে কপি-পেস্ট করছেন! আমি নিজে আমার ৫ Mbps লাইনে BDIX সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করলে 80/90 Mbps গতি পেয়ে থাকি। অর্থাৎ আমার লাইনে সাধারণ কোনো কিছু ডাউনলোড করলে স্পিড থাকে 300Kbps থেকে 440Kbps পর্যন্ত; কিন্তু BDIX সার্ভার থেকে ডাউনলোডের সময় ডাউনলোড স্পিড থাকে 8Mbps থেকে 12Mbps পর্যন্ত।
BDIX হচ্ছে Bangladesh Internet Service Exchange । এখন ধরুন আপনার ISP বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নূন্যতম ১টি FTP সার্ভার রয়েছে। এই একটি সাভার্র থেকে আপনি যত স্পিডেরই নেট সংযোগ নিয়ে নেন না কেন ওই সার্ভার থেকে প্রচুর দ্রুত স্পিডে আপনি ফাইলসগুলোকে ডাউনলোড করতে পারবেন। এখন এভাবে বাংলাদেশের সকল উচ্চপর্যায়ের ISP বা বড় বড় মেজর ISP প্রতিষ্ঠানগুলো মিলে BDIX তৈরি করেছে। অর্থাৎ ধরুন বাংলাদেশের ১০০টা ISP মিলে BDIX তৈরি করেছে তাহলে আপনার ISP যদি BDIX সমর্থিত হয়ে থাকে তাহলে আপনি BDIX server থেকে মানে ওই ১০০টা ISP এর FTP সার্ভারগুলো থেকে হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন।
BDIX VPN কী?
BDIX এর যে স্পিড সেটাকে গ্লোবাল স্পিডে পরিণত করার জন্যই BDIX VPN ব্যবহার করা হয়।
আমার বাসার নেটের স্পিড 5Mbps এর। যেটার সাধারণ স্পিড হচ্ছে এইরকম। মানে কোনো কিছু ডাউনলোড করলে আমি ৩০০ থেকে ৫০০ কেবিপিএস স্পিড পাবো। আর BDIX VPN কানেক্ট করলে আমার লাইনের স্পিড এক লাফে 40Mbps হয়ে যায়। মানে vpn কানেক্ট করা অবস্থায় আমি কোনো কিছু ডাউনলোড বা ব্রাউজ করলে 4MBps স্পিড পাবো। বি:দ্র: কারণ আমার নেটে BDIX স্পিড 40Mbps করা আছে। আপনার নেটে যদি 100Mbps করা থাকে তাহলে আপনি vpn কানেক্ট করলে 100Mbps স্পিড পাবেন।
BUY BDIX VPN : PANDA VPN
আপনি Panda VPN, Turbo VPN সহ যেটার প্রিমিয়াম বাংলাদেশ সার্ভার রয়েছে সেটার সাবস্ক্রিপ্টশন কিনে নিতে পারেন If The BD Server Support BDIX। এইসব ইন্টারন্যাশনাল VPN এর প্রিমিয়াম বাংলাদেশের সার্ভার কানেক্ট করলেও BDIX স্পিড পাওয়া যাবে। { Not All VPN }
BDIX SPEED TEST !!
প্রথমে চেক করুন আপনার ব্রডব্যান্ড নেটে BDIX স্পিড কত দেওয়া আছে। এর জন্য নিচের জিপ ফাইলটি ডাউনলোড করুন।এই Test File টি যত স্পিডে ডাউনলোড হবে।আপনি BDIX VPN নিলে তত স্পিড পাবেন।
DOWNLOAD TEST FILE
Or Test Here
Written by : Fahad Hossain.